ICT Cell Sheba
ইনস্টিটিউশনাল ইমেইল সংক্রান্ত সমস্যা সমাধান
নতুন ইনস্টিটিউশনাল ইমেইল খোলার জন্য নির্ধারিত ফর্মে আবেদন করুন
ইনস্টিটিউশনাল ইমেইলের যেকোনো সমস্যায় শিক্ষার্থীকে নিজ বিভাগের চেয়ারম্যান স্যারকে মেইল করতে হবে । চেয়ারম্যান স্যার সুপারিশ করে mailsupport@pust.ac.bd এড্রেসে মেইল ফরওয়ার্ড করবেন । শিক্ষার্থীদের মেইল করার সময় ইংরেজিত নিজেরে নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিভাগ, শিক্ষাবর্ষ উল্লেখপূর্বক Student's ID কার্ডের কপি যুক্ত করে ইমেইল করতে হবে । ইনস্টিটিউশনাল ইমেইল খোলার সময় শিক্ষার্থী আবেদন ফর্মে যে ব্যক্তিগত ইমেইল এড্রেস প্রদন করেছিল, সেই ইমেইল থেকে মেইল করতে হবে।