Pabna University of Science and Technology

Faculty Profile

Dr. Md. Abdul Alim

B.A (Hons.) & M.A in Bengali(RU), Ph.D(RU) 

Professor

Department of Bangla

Pabna University of Science and Technology

Pabna, Bangladesh

Contact Information

01716819474 (Personal)

dr.alim@pust.ac.bd (Office)

dr.alimpust@gmail.com (Personal)

Total Publications: 47

Total Publications (47)

11
20
6
10

Biography (1)

  • ড. এম আবদুল আলীম সাহিত্য-সংস্কৃতি এবং ইতিহাস-ঐতিহ্যসন্ধানী গবেষক। কলামিস্ট ও সমকালীন বিষয়ের বিশ্লেষণী লেখক। সুবিধাবাদিতার বিপরীতে স্রোতের উজানে চলা এক দীপ্র পদাতিক। পেশায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নেশায় অনুসন্ধানী গবেষক। জন্ম ১৯৭৬ সালের ১ ডিসেম্বর, জন্মস্থান পাবনা জেলার সাঁথিয়া উপজেলার গৌরীগ্রামে। পিতার নাম মো. আব্দুল কুদ্দুস, মাতা জাহানারা বেগম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে বিএ (অনার্স), এমএ এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বিএ (অনার্স) পরীক্ষায় প্রথম স্থান এবং এম এ পরীক্ষায় লাভ করেন প্রথম শ্রেণিতে প্রথম স্থান। বিসিএস (শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা হিসেবে সরকারি এডওয়ার্ড কলেজ ও ঢাকা কলেজে শিক্ষকতা করেছেন। বর্তমানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনারত। এই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন গবেষণা পত্রিকা, জার্নাল, সাহিত্য সাময়িকী এবং পত্র-পত্রিকায় তার বহু প্রবন্ধ-নিবন্ধ প্রকাশিত হয়েছে। বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত কলাম ও উপ-সম্পাদকীয় লেখেন। এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থ ৩৫টি। সম্পাদনা করেছেন 'সাহিত্য গবেষণাপত্র'সহ বেশ কয়েকটি পত্রিকা ও লিটল্ ম্যাগাজিন। তাঁর সহধর্মিণী শবনম মোস্তারী খানম। এক পুত্র ও এক কন্যার জনক। সমাজ ও মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ। প্রান্তিক জনগোষ্ঠী তথা সমাজের পিছিয়ে পড়া মানুষদের দুঃখ-দুর্ভোগে তার কলম সোচ্চার থাকে সবসময়। নিজগ্রামে প্রতিষ্ঠা করেছেন জাহানারা বেগম স্মৃতি পাঠাগার ও ভাষা-আন্দোলন গবেষণাকেন্দ্র। সবকিছুর ওপরে তিনি একজন নিষ্ঠাবান অধ্যাপক ও পরিশ্রমী গবেষক। দেশ-বিদেশের খ্যাতিমান পণ্ডিত ও গবেষকদের কাছে তাঁর গবেষণা বিশেষভাবে সমাদর লাভ করেছে। বিশেষত, ভাষা-আন্দোলন এবং সাহিত্য-সংস্কৃতি বিষয়ে তাঁর গবেষণাকর্ম বাংলার বিদ্বৎসমাজে প্রশংসিত হয়েছে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, উপমহাদেশের প্রখ্যাত পণ্ডিত ড. পবিত্র সরকার, জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান, জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, ফোকলোরবিদ শামসুজ্জামান খান, ভাষাসংগ্রামী ও গবেষক আহমদ রফিক, গবেষক ড. আবুল আহসান চৌধুরীসহ বাংলা ভাষার প্রথিতযশা পণ্ডিত ও গবেষকগণ তার গবেষণার ভূয়সী প্রশংসা করেছেন। ফোকলোরবিদ শামসুজ্জামান খান বলেছেন : ‘সাম্প্রতিককালে বাংলাদেশে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে শ্রমসাধ্য, বস্তুনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ গবেষণা করছে প্রীতিভাজন ড. এম আবদুল আলীম। বেশ ক’টি বিষয়ে তার গবেষণায় যে বস্তুনিষ্ঠা এবং বিষয়ের গভীরতা লক্ষ করেছি, তা বিশেষ প্রশংসনীয়। বাংলা শিল্প-সাহিত্য-সংস্কৃতির গবেষণায় যখন কিছুটা নিষ্প্রভতা লক্ষ করা যাচ্ছিল, তখন আলীমের গবেষণা আমাদের আশা এবং আনন্দের সঞ্চার করে।’ ড. আবুল আহসান চৌধুরী লিখেছেন : “পেশায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবদুল আলীম সারস্বতসাধনায় নিবেদিত এক সন্ধিৎসু গবেষণাকর্মী। তাঁর আগ্রহ ও অনুরাগ বহুমাত্রিক, তবে এসবের কেন্দ্রে রয়েছে ভাষা-আন্দোলন - তাঁর মূল মনোযোগ ও ঔৎসুক্য এ-বিষয়েই নিবদ্ধ।’ ড. এম আবদুল আলীম সাধনা ও গবেষণার স্বীকৃতি-স্বরূপ লাভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় পুরস্কার, কাহ্নপা সাহিত্যচক্র সম্মাননা, কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার প্রভৃতি।

Education (6)

  • পিএইচডি : ২০০৯, বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। অভিসন্দর্ভের শিরোনাম : 'রবীন্দ্রোত্তর বাংলা কাব্যে বিচ্ছিন্নতার রূপায়ণ ১৯২৩-১৯৪৭'। অভিসন্দর্ভটি বাংলা একাডেমি কর্তৃক ২০১০ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
  • এমএ : ১৯৯৮, বাংলা বিভাগ, প্রথম শ্রেণিতে প্রথম স্থান, রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • বিএ (অনার্স) : ১৯৯৭, বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • এইচএসসি : ১৯৯৪, সাঁথিয়া সরকারি ডিগ্রি কলেজ
  • এসএসসি : ১৯৯২, সাঁথিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
  • প্রাথমিক শিক্ষা : ৪৪নং হাঁড়িয়াকাহন সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাঁথিয়া, পাবনা

Teaching Experience (6)

  • সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ০৭. ০৫. ২০১৬ থেকে চলমান
  • সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ১২. ০১. ২০১৩ থেকে ০৭ মে ২০১৬ পর্যন্ত
  • প্রভাষক, বাংলা বিভাগ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ১১.০১. ২০১২ থেকে ১১. ০১. ২০১৩ পর্যন্ত
  • প্রভাষক (বাংলা বিভাগ), ঢাকা কলেজ, ০৪.০১. ২০১০ থেকে ১০.০১. ২০১২ পর্যন্ত
  • প্রভাষক (বাংলা বিভাগ), সরকারি এডওয়ার্ড কলেজ। ০২. ০৭. ২০০৫ থেকে ০৩.০১.২০১০ পর্যন্ত
  • প্রভাষক (বাংলা), উল্লাপাড়া বিজ্ঞান কলেজ, সিরাজগঞ্জ, ২০০৪-২০০৫

Administrative or Other Experience (19)

  • সম্পাদনা পরিষদের সদস্য, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জার্নাল, ২০২০
  • সম্পাদক, সাহিত্য গবেষণাপত্র, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের গবেষণা পত্রিকা, ২০১৪
  • সম্পাদক, প্রভাতফেরী, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একুশের স্মারক, ২০১২
  • সম্পাদক, রুদ্র, কাহ্নপা সাহিত্যচক্রের মুখপত্র, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০০৪
  • সম্পাদক, কালবৈশাখী, লিটলম্যাগ, পাবনা, ২০০৬
  • সম্পাদক, উদ্ভাবন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বার্ষিকী, ২০১৩
  • সম্পাদক, নবতরঙ্গ, বনমালী শিল্পকলা কেন্দ্র, পাবনা এর স্মারক, ২০১৬
  • সম্পাদক, সাঁথিয়ার কণ্ঠ, সাঁথিয়া ফাউন্ডেশনের মুখপত্র, ২০১৫
  • সম্পাদক, গৌরীগ্রাম বার্তা, জাহানারা বেগম স্মৃতি পাঠাগারের মুখপত্র, ২০১৭
  • সদস্য, রিজেন্ট বোর্ড, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; ২০১৭-২০২০
  • ডিন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; ০১.০৮.২০১৪ থেকে ০১.০২.২০১৫ ও ০৭.০৬.২০১৬ থেকে ০৬.১২. ২০১৭ পর্যন্ত
  • চেয়ারম্যান, বাংলা বিভাগ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; ০৭.০৭.২০১৩ থেকে ০৬.০৭.২০১৬ পর্যন্ত
  • চেয়ারম্যান (চলতি দায়িত্ব), বাংলা বিভাগ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; ১৫.০১.২০১৩ থেকে ০৬.০৭.২০১৩
  • প্রতিষ্ঠাতা, ভাষা-আন্দোলন গবেষণাকেন্দ্র, গৌরীগ্রাম, সাঁথিয়া, পাবনা
  • প্রতিষ্ঠাতা, জাহানারা বেগম স্মৃতি পাঠাগার গৌরীগ্রাম, সাঁথিয়া, পাবনা
  • সভাপতি, বাংলা সমিতি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; ২০১৩-২০১৬
  • সদস্য, স্ট্যান্ডিং কমিটি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; ২০১৫-২০১৬
  • সদস্য, ফাইন্যান্স কমিটি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; ০৭.০৬.২০১৬ থেকে ০৬.১২.২০১৭ পর্যন্ত।
  • সাধারণ সম্পাদক, ড্রামা ক্লাব, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

Research Interests (5)

  • ভাষা-আন্দোলন ও মুক্তিযুদ্ধ
  • ক্ষুদ্র নৃগোষ্ঠী
  • লোকসংস্কৃতি
  • বাংলা ভাষা, বানান ও উচ্চারণ
  • আধুনিক বাংলা কবিতা

Active Research Project (9)

  • ভাষাসংগ্রামী শামসুল হক, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অর্থবছর ২০২০-২০২১
  • রাষ্ট্রভাষা-আন্দোলনে আবদুল গাফ্ফার চৌধুরী, নিজস্ব অর্থায়ন; চলমান
  • ওমর আলী স্মারকগ্রন্থ সম্পাদনা, নিজস্ব অর্থায়ন; চলমান
  • শামসুজ্জামান খানের জীবনী প্রণয়ন, নিজস্ব অর্থায়ন; চলমান
  • ভাষাসংগ্রামীদের তালিকা প্রণয়ন, নিজস্ব অর্থায়ন; চলমান
  • পাবনাকোষ, নিজস্ব অর্থায়ন; চলমান
  • ভাষা-আন্দোলনের জানা-অজানা ইতিহাস, নিজস্ব অর্থায়ন; চলমান
  • ভাষা-আন্দোলন-কোষ, দ্বিতীয় খণ্ড, নিজস্ব অর্থায়ন; চলমান
  • ভাষাসংগ্রামী তাজউদ্দীন আহমদ, নিজস্ব অর্থায়ন; চলমান

Previous Research Project (2)

  • পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অর্থবছর : ২০১৭-২০১৮; গবেষণার বিষয় : আবুল হাসানের কবিতার বিষয়ভাবনা'।
  • বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, অর্থ বছর ২০১৩-২০১৪; গবেষণা বিষয় : 'পাবনার আদিবাসী জনগোষ্ঠীর জীবন ও সংস্কৃতি'।

Awards & Recognition (3)

  • কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৪, ঢাকা
  • রাজশাহী বিশ্ববিদ্যালয় পুরস্কার, ১৯৯৮
  • কাহ্নপা সাহিত্যচক্র সম্মাননা (২০০১), রাজশাহী বিশ্ববিদ্যালয়

Journal Articles (11)

  • এম আবদুল আলীম, 'মীর মশাররফ হোসেন : সমন্বয়ী জীবনবোধ ও অসাম্প্রদায়িক চেতনা’, সাহিত্য পত্রিকা, ঢাকা বিশ্ববিদ্যালয়, বর্ষ ৫৪, সংখ্যা ১, অক্টোবর ২০১৬;
  • এম আবদুল আলীম, 'শহীদ কাদরীর কবিসত্তা : বিচ্ছিন্নতা ও নৈঃসঙ্গ্যবোধ’, সাহিত্য পত্রিকা, ঢাকা বিশ্ববিদ্যালয়, বর্ষ ৫৫, সংখ্যা ২, ফেব্রুয়ারি ২০১৮;
  • এম আবদুল আলীম, 'আবদুল গনি হাজারীর কবিতার বিষয়বৈভব’, সাহিত্যিকী, বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বর্ষ ৫৫, সংখ্যা ৪৪, জুন ২০১৪;
  • এম আবদুল আলীম, 'বিদ্যাসাগরের কাল ও তাঁর সমাজহিতৈষণার কয়েকটি দিক', বাংলা একাডেমি পত্রিকা, ৬ষ্ঠ বর্ষ : ৩য় ও ৪র্থ সংখ্যা, জুলাই-ডিসেম্বর ২০২০
  • এম আবদুল আলীম, 'পাবনা অঞ্চলের বস্তুধর্মী লোকসংস্কৃতি', ষাণ্মাসিক ফোকলোর, মযহারুল ইসলাম (সম্পাদিত), বর্ষ ৫, সংখ্যা ২, ২০০২
  • এম আবদুল আলীম, 'শহীদ কাদরীর কবিতায় ইতিহাস চেতনা ও কালজ্ঞান', আইবিএস জার্নাল, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী, সংখ্যা ২৬, নভেম্বর ২০১৯;
  • এম আবদুল আলীম, ‘শহীদ কাদরীর কবিতায় নগরজীবনের রূপায়ণ’, Pabna University Studies, Vol. 3, Issu 1, December 2018;
  • এম আবদুল আলীম, 'পাবনা জেলায় ভাষা আন্দোলন', বাংলা একাডেমি পত্রিকা, ৫৭ বর্ষ : ২য় সংখ্যা, এপ্রিল-জুন ২০১৩
  • এম আবদুল আলীম, 'শতবর্ষে সবুজপত্র : পুনঃপাঠ-পুনর্মূল্যায়ন’, সাহিত্য গবেষণাপত্র, বাংলা বিভাগ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বর্ষ ১, সংখ্যা ১, ডিসেম্বর ২০১৪;
  • এম আবদুল আলীম, 'সুধীন্দ্রনাথ দত্তের কবিসত্তা : বিচ্ছিন্নতা ও নৈঃসঙ্গ্যবোধ', বাংলা গবেষণা পত্রিকা, ইসলামী বিশ্ববিদ্যালয়, সংখ্যা ৬, নভেম্বর, ২০১৪
  • এম আবদুল আলীম, 'পাবনা অঞ্চলের লোকসংস্কৃতি : সমাজ ও ইতিহাসের আলেখ্য’, FOLKLORE JOURNAL, Dept. of FOLKLORE, University of Rajshahi, Vol. 6, 2013;

Conference Proceedings (6)

  • 'ভাষা-আন্দোলনে শিক্ষকসমাজের ভূমিকা', শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আন্তর্জাতিক জন-ইতিহাস ইনস্টিটিউট আয়োজিত জাতীয় ওয়েবিনারে পঠিত। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আবুল কাশেম। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মেসবাহ কামাল, ২৬ ফেব্রুয়ারি, ২০২২
  • 'ভাষা-আন্দোলনের জন-ইতিহাস : মফস্বলবাসীর ভূমিকা', শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আন্তর্জাতিক জন-ইতিহাস ইনস্টিটিউট আয়োজিত ওয়েবিনারে পঠিত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. রতন খাসনবিশ, সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মেসবাহ কামাল। ২১ ফেব্রুয়ারি ২০২১
  • 'স্মরণ : রফিকুল ইসলাম ও শামসুজ্জামান খান', বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলার মূলমঞ্চের সেমিনারে পঠিত, ২০২২। সেমিনারে সভাপতিত্ব করেন মুনতাসীর মামুন; আলোচকবৃন্দ ছিলেন প্রফেসর গোলাম মুস্তফা, ডা. সারওয়ার আলী ও সাইমন জাকারিয়া। স্থান : বাংলা একাডেমি প্রাঙ্গণ।
  • 'বাংলা ভাষার বিশ্বায়ন : পর্ব থেকে পর্বান্তরে', শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-স্মরণে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ আয়োজিত সেমিনারে পঠিত, ২০১৭। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসান আজিজুল হক। আলোচকবৃন্দ ছিলেন অধ্যাপক বেগম আকতার কামাল, অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ ও অধ্যাপক স্বরোচিষ সরকার। স্থান : কন্ফারেন্স রুম, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
  • 'মশাররফ-মানস : সমন্বয়ী জীবনবোধ ও অসাম্প্রদায়িক চেতনা', মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিক-স্মরণে বাংলা একাডেমি আয়োজিত সেমিনারে পঠিত, ২০১৬। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সচিব। আলোচকবৃন্দ ছিলেন প্রফেসর ফখরুল আলম ও প্রফেসর রফিকউল্লাহ খান। স্থান : মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্র, রাজবাড়ি।
  • 'শতবর্ষে সবুজপত্র : পুনঃপাঠ-পুনর্মূল্যায়ন', সবুজপত্রের শতবর্ষ উপলক্ষ্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ আয়োজিত সেমিনারে পঠিত, ২০১৫। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামসুজ্জামান খান। আলোচকবৃন্দ ছিলেন প্রফেসর আবুল হাসান চৌধুরী ও প্রফেসর হাবিব আর রহমান। স্থান : কন্ফারেন্স রুম, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

Published Book (20)

  • 'পাবনা অঞ্চলের লোকসংস্কৃতি' : এম আবদুল আলীমের প্রথম গবেষণাগ্রন্থ। বিশিষ্ট ফোকলোরবিদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবদুল খালেকের তত্ত্বাবধানে স্নাতকোত্তর শ্রেণির গবেষণাপত্র হিসেবে গ্রন্থটি রচিত। প্রকাশিত হয় ২০০৮ সালে, প্রকাশক : শিরীন পাবলিকেশন্স। প্রথম পুনর্মদ্রণ প্রকাশিত ২০০৯ সালে, প্রকাশক : গতিধারা প্রকাশনী। পরিমার্জিত সংস্করণ প্রকাশিত হয় ২০১৯ সালে, প্রকাশক : আগামী প্রকাশনী। মূল্য : ৩৫০ টাকা।
  • 'বন্দে আলী মিয়া : কবি ও কাব্যরূপ' : কবি বন্দে আলী মিয়ার কাব্যের ওপর রচিত প্রথম গবেষণাগ্রন্থ। এতে বন্দে আলী মিয়ার পল্লিমনস্কতা, নিসর্গপ্রীতি, ইতিহাস-ঐতিহ্যবোধ, প্রেমচেতনা প্রভৃতি বিষয় বিশ্লেষণ ছাড়াও তাঁর কবিতার ভাষারীতি, ছন্দবৈচিত্র্য এবং অলঙ্কারপ্রাচুর্য মূল্যায়ন করা হয়েছে। প্রকাশিত হয় ২০০৯ সালে, প্রকাশ করে গতিধারা প্রকাশনী। প্রথম পুনর্মুদ্রণ প্রকাশিত হয় ২০২০ সালে, প্রকাশক : স্টুডেন্ট ওয়েজ। মূল্য : ৩০০ টাকা।
  • 'বাংলা কাব্যের স্বরূপ ও সিদ্ধি-অন্বেষা' : বাংলা কাব্যের বিচিত্র অনুষঙ্গে রচিত প্রবন্ধগ্রন্থ। এতে মোট বারোটি প্রবন্ধ স্থান পেয়েছে। প্রবন্ধগুলোতে বাংলা কবিতার দীর্ঘ ইতিহাস যেমন স্থান পেয়েছে, তেমনি বাংলা কাব্যে ব্যাপক অবদান রাখা কবিদের কবিমানস ও কাব্যকৃতি সম্পর্কে বিশ্লেষণ করা হয়েছে। গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ২০০৯ সালে, প্রকাশক : গতিধারা প্রকাশনী। প্রথম পুনর্মদ্রণ প্রকাশিত হয় ২০২১ সালে, প্রকাশক : শোভা প্রকাশ। মূল্য : ৩০০ টাকা।
  • 'রবীন্দ্রোত্তর বাংলা কাব্যে বিচ্ছিন্নতার রূপায়ণ' : এম আবদুল আলীমের পিএইচডি অভিসন্দর্ভের গ্রন্থরূপ। আধুনিক বাংলা কাব্যের প্রধান পাঁচ কবি জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দে, অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু প্রমুখের কবিতায় বিধৃত বিচ্ছিন্নতাবোধ (Alienation) সুনির্দিষ্ট গবেষণার রীতি-পদ্ধতি অনুসরণ করে এ গ্রন্থে তুলে ধরা হয়েছে। আধুনিক শিল্প-সাহিত্যের গুরুত্বপূর্ণ তত্ত¡ বিচ্ছিন্নতা ত্রিশোত্তরকালের কবিদের কবিতায় রূপায়ণ নিয়ে বাংলাদেশে এমন বিস্তৃত পরিসরে গবেষণাগ্রন্থ এর আগে আর রচিত হয়নি। প্রকাশিত হয় ২০১০ সালে, প্রকাশক : বাংলা একাডেমি। প্রথম পুনর্মুদ্রণ হয় ২০২০ সালে। এতে গ্রন্থটির নাম পরিবর্তন করে রাখা হয় 'ত্রিশোত্তর বাংলা কাব্যে বিচ্ছিন্নতার রূপায়ণ'। প্রকাশক : কথাপ্রকাশ। মূল্য : ৩৫০ টাকা। বইটি সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে হাসান আজিজুল হক লিখেছেন : 'আবদুল আলীম সহজ ও সাবলীল ভাষায় রবীন্দ্রপরবর্তী বাংলা কাব্যের বিচ্ছিন্নতার এক চমৎকার কহন রচনা করেছেন। মনোনিবেশ কতটা একাগ্র ও মনোমুগ্ধকারী হলে এমন একটি গ্রন্থ রচনা করা যায়, আমি তা কল্পনা করতে পারি না। অনেকেরই তৃতীয় নয়ন খুলে দেবে এই বইটি।'
  • 'বাংলা বানান ও উচ্চারণ-বিধি' : বাংলা বানান ও উচ্চারণরীতি নিয়ে রচিত গবেষণাগ্রন্থ। বাংলা ভাষার ইতিহাস, বানান-সংস্কার, বানান ও উচ্চারণের নিয়ম-কানুন, এর শুদ্ধতা-অশুদ্ধতা প্রভৃতি বিষয় এ গ্রন্থে স্থান পেয়েছে। বইটি প্রথম প্রকাশিত হয় ২০১১ সালে, প্রকাশক : গতিধারা প্রকাশনী। প্রথম পুনর্মুদ্রণ প্রকাশিত হয় ২০১৮ সালে, প্রকাশক আগামী প্রকাশনী। দ্বিতীয় পুনর্মুদ্রণ প্রকাশিত হয় ২০২২ সালে। প্রকাশক : আগামী প্রকাশনী। মূল্য : ৪৫০ টাকা।
  • 'রবীন্দ্রনাথ : পঞ্চম দশ বছর' : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত-জন্মবর্ষ-স্মরণে কবি মনজুরে মাওলার সম্পাদনায় যে গ্রন্থমালা প্রকাশিত হয়, এটি সেই গ্রন্থমালার একটি বই। এতে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের পঞ্চম দশ বছর, অর্থাৎ - ১৯০১ থেকে ১৯১০ সাল পর্যন্ত সময়ে কবির বঙ্গদর্শন নবপর্যায় সম্পাদনা; পিতা, স্ত্রী, পুত্র, কন্যা হারানো; শিশু, খেয়া, গীতাঞ্জলি, গোরা প্রভৃতি গ্রন্থ-রচনার প্রসঙ্গ স্থান পেয়েছে। গ্রন্থটি প্রকাশিত হয় ২০১২ সালে। প্রকাশক : মূর্ধণ্য প্রকাশনী। মূল্য : ১৪০ টাকা।
  • 'পাবনায় ভাষা-আন্দোলন' : পাবনা জেলার ভাষা-আন্দোলন নিয়ে রচিত গবেষণাগ্রন্থ। গ্রন্থটির ভূমিকা লিখেছেন আহমদ রফিক। প্রকাশের সঙ্গে সঙ্গে বইটি ইতিহাসের অনুসন্ধানী পাঠক এবং সুধীজনের কাছে সমাদৃত হয়। বইটির জন্য এম আবদুল আলীম ২০১৪ সালে কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার লাভ করেন। এটি প্রথম প্রকাশিত হয় ২০১৩ সালে, প্রকাশক : রোদেলা প্রকাশনী। পরিবর্ধিত ও পরিমার্জিত সংস্করণ প্রকাশিত হয় ২০১৮ সালে, প্রকাশক : আগামী প্রকাশনী। মূল্য : ৪০০ টাকা।
  • 'পাবনার ইতিহাস' : পাবনা জেলার ইতিহাস-ঐতিহ্য সম্পর্কিত সম্পাদনাগ্রন্থ। বৃহৎ-কলেবর এ গ্রন্থটিতে পাবনা জেলার বিভিন্ন বিষয় নিয়ে উইলিয়াম হান্টার, ঈশ্বরচন্দ্র গুপ্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, নলিনীকান্ত ভট্টশালী থেকে শুরু করে সেকাল-একালের শতাধিক লেখকের লেখা স্থান পেয়েছে। গ্রন্থের শুরুতে দুষ্প্রাপ্য অনেক ছবি সংযোজন করা হয়েছে। বইটি প্রকাশিত হয় গতিধারা প্রকাশনী থেকে। প্রকাশকাল : ২০১৩। মূল্য : ১৫০০ টাকা।
  • 'রবীন্দ্রনাথ উত্তর-আধুনিকতা ও বাংলা ভাষার বিশ্বায়ন' : সাহিত্য-সাহিত্যিক ও ভাষাবিষয়ক প্রবন্ধগ্রন্থ। রবীন্দ্রসাহিত্য, উত্তর-আধুনিক সাহিত্যতত্ত¡ এবং বাংলা ভাষার বিশ্বায়ন নিয়ে রচিত কয়েকটি প্রবন্ধ এতে স্থান পেয়েছে। প্রবন্ধগুলো গ্রন্থভুক্ত করার আগে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়। কোনো কোনোটি জাতীয় পর্যায়ের সেমিনারেও পঠিত হয়। গ্রন্থটি প্রকাশিত হয় ২০১৮ সালে। প্রকাশক : আগামী প্রকাশনী। পৃষ্ঠাসংখ্যা : ১২৪। মূল্য : ২৫০ টাকা।
  • 'সিরাজগঞ্জে ভাষা-আন্দোলন' : সিরাজগঞ্জ জেলার ভাষা-আন্দোলন নিয়ে রচিত গবেষণাগ্রন্থ। এ বই ভাষা-আন্দোলনের আঞ্চলিক ইতিহাসচর্চায় বিশেষ সংযোজন। সিরাজগঞ্জ জেলার ভাষা-আন্দোলনের ইতিহাসের ঘটনাপ্রবাহ তুলে ধরার পাশাপাশি এ জেলার ইতিহাসের নানাপ্রসঙ্গ এ গ্রন্থে স্থান পেয়েছে। ভাষা-আন্দোলনের প্রেক্ষাপট, ভাষাসংগ্রামীদের স্মৃতিচারণ, তাঁদের পরিচয় এবং ভাষা-আন্দোলন ও এ অঞ্চলে একুশের চেতনার প্রসার সম্পর্কেও আলোকপাত করা হয়েছে। গ্রন্থটি প্রকাশিত হয় ২০১৯ সালে। প্রকাশক : আগামী প্রকাশনী। মূল্য : ৪৫০ টাকা।
  • 'সবুজপত্র ও আধুনিক বাংলা সাহিত্য' : প্রমথ চৌধুরীর সবুজপত্র পত্রিকা এবং আধুনিক বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে রচিত আটটি প্রবন্ধ এ গ্রন্থে স্থান পেয়েছে। প্রবন্ধগুলো গ্রন্থভুক্ত করার আগে বিভিন্ন গবেষণাপত্রিকায় প্রকাশিত হয়। কোনো কোনোটি জাতীয় পর্যায়ের সেমিনারে পঠিত হয়। সাহিত্যের অনুরাগী পাঠক তো বটেই, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের ইটি বিশেষ উপকাওে লাগবে। বইটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী। প্রকাশকাল : ২০১৯; প্রথম পুনর্মুদ্রণ ২০২১। মূল্য : ৪৭৫ টাকা।
  • ভাষাসংগ্রামী ড. মুহম্মদ শহীদুল্লাহ্। জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ্র ভাষা-আন্দোলনে অবদান নিয়ে রচিত গবেষণাগ্রন্থ। শৈশব থেকে কীভাবে তিনি বিভিন্ন ভাষার প্রতি অনুরাগী হয়ে ওঠেন, মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে প্রত্যক্ষ অংশগ্রহণ ও একুশের চেতনা ও বাঙালিত্বের মহিমা প্রচার-প্রসারে কাজ করেন, তারই সুলুক-সন্ধান করা হয়েছে এ গ্রন্থে। প্রকাশকাল : ২০১৯ সাল। প্রকাশক : আগামী প্রকাশনী। পরিবর্ধিত ও পরিমার্জিত সংস্করণ : ২০২০। এ সংস্করণের নামকরণ করা হয় ‘রাষ্ট্রভাষা-আন্দোলন ও ড. মুহম্মদ শহীদুল্লাহ্’। মূল্য :৪০০ টাকা।
  • ভাষাসংগ্রামী এম এ ওয়াদুদ। এম এ ওয়াদুদের ভাষা-আন্দোলনে অবদান নিয়ে রচিত গবেষণাগ্রন্থ। কেবল ভাষা-আন্দোলনেই নয়, সাতচল্লিশের দেশভাগের পর ঢাকাকেন্দ্রিক যে ছাত্র-আন্দোলন গড়ে ওঠে, তাতে এম এ ওয়াদুদ কীভাবে নেতৃত্ব দিয়েছেন, তার স্বরূপও দুষ্প্রাপ্য তথ্যের আলোকে এ গ্রন্থে তুলে ধরা হয়েছে। এছাড়া স্বাধিকার-সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং পঁচাত্তর-পরবর্তী আন্দোলন-সংগ্রামে এম এ ওয়াদুদের অংশগ্রহণ প্রসঙ্গও স্থান পেয়েছে বইটিতে। প্রকাশকাল : ২০২০। প্রকাশক : কথাপ্রকাশ। মূল্য : ২৫০ টাকা।
  • ভাষা-আন্দোলন-কোষ, প্রথম খণ্ড। ভাষা-আন্দোলনের উপর রচিত কোষগ্রন্থ। গ্রন্থটি পাঁচ খণ্ডে পরিকল্পিত। ভাষা-আন্দোলন নিয়ে ইতিহাসগ্রন্থ, ছোটগল্প, কবিতা, নাটক, প্রবন্ধ উপন্যাস প্রভৃতি রচিত হলেও এ নিয়ে কোনো কোষগ্রন্থ ছিল না। দুর্লভ ও দুষ্প্রাপ্য তথ্য-সংবলিত গ্রন্থটি রচনা করে এম আবদুল আলীম ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন। গ্রন্থের মুখবন্ধে আনিসুজ্জামান লিখেছেন : ‘এতে ভাষা-আন্দোলনের পক্ষে-বিপক্ষের ব্যক্তির পরিচয় যেমন ফুটে উঠেছে, তেমনি এই আন্দোলন-সংক্রান্ত খুঁটিনাটি ঘটনারও উল্লেখ আছে। এমন একটি কোষগ্রন্থের প্রয়োজন যে ছিল তাতে, তাতে সন্দেহ নেই। আবদুল আলীম এককভাবে কাজটি করে আমাদের অভিনন্দনভাজন হয়েছেন।’ ড. পবিত্র সরকার লিখেছেন : 'এই কোষের কতখানি আমি দেখেছি, তাতে একটি পূর্ণাঙ্গ কোষগ্রন্থে যা যা থাকা দরকার তার কিছুই আলীমের মনোযোগ এড়িয়ে যায়নি। ঘটনা, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি (তাঁরা পক্ষে-বিপক্ষে যেখানেই থাকুন), ঘটনাস্থল (নগর, গ্রাম, জেলা, অঞ্চল), নানা দেশের ভূমিকা, পত্রপত্রিকা, সংকলন, ছোটদের ও বড়দের দৃষ্টিভঙ্গি—কী নেই এই কোষগ্রন্থে? একবার দৃষ্টিপাতে মনে হয় কিছুই বুঝি সংকলকের মনোযোগের বাইরে থাকেনি ।' প্রকাশকাল : ২০২০। প্রথম পুনর্মুদ্রণ : ২০২১। প্রকাশক : কথাপ্রকাশ । মূল্য : ১৫০০ টাকা।
  • শহীদ কাদরীর ত্রিভুবন। শহীদ কাদরীর কবিতা নিয়ে রচিত প্রবন্ধগ্রন্থ। এতে শহীদ কাদরীর কবিতায় বিধৃত ইতিহাসচেতনা, নগরচেতনা এবং বিচ্ছিন্নতাবোধের গভীর বিশ্লেষণ করা হয়েছে। প্রবন্ধগুলো গ্রন্থভুক্ত করার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য পত্রিকা, আইবিএস জার্নাল প্রভৃতিতে প্রকাশিত হয়। শহীদ কাদরীর কবিতার স্বরূপ অন্বেষণে বইটি বিশেষভাবে সহায়ক হবে। প্রকাশকাল : ২০২০। প্রকাশক : শোভা প্রকাশ। মূল্য : ১৭৫ টাকা।
  • আনিসুজ্জামান-বক্তৃতাসম্ভার। কীর্তিমান বাঙালি ও ঋদ্ধ মনীষী আনিসুজ্জামানের বক্তৃতার সংকলনগ্রন্থ। জীবনভর আনিসুজ্জামান বিভিন্ন পারিবারিক-সামাজিক অনুষ্ঠান, সভা-সমিতি ও সেমিনারে বক্তৃতা করেছেন। কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন বক্তা হিসেবেও বক্তৃতা করেছেন। বিভিন্ন পত্র-পত্রিকা এবং ইউটিউবে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বক্তৃতার মধ্য থেকে চার শতাধিক বক্তৃতা/বক্তৃতার চুম্বকাংশ এ গ্রন্থে সংকলন করা হয়েছে। প্রকাশক : আগামী প্রকাশনী। প্রকাশকাল : ২০২১। মূল্য : ১২০০ টাকা।
  • আনিসুজ্জামান। পণ্ডিত, গবেষক, মনীষী আনিসুজ্জামানের জীবনীগ্রন্থ। এতে আনিসুজ্জামানের জন্ম, শৈশব, শিক্ষাজীবন, কর্মজীবন, সাহিত্য-সাধনা প্রভৃতির পরিচয় তুলে ধরা হয়েছে। গ্রন্থটি থেকে পÐিত আনিসুজ্জামানকে যেমন জানা যাবে; তেমনি উদার, মানবতাবাদী ও অসাম্প্রদায়িক চেতনার ধারক আনিসুজ্জামানের স্বরূপও উপলব্ধি করা যাবে। প্রকাশক : স্টুডেন্ট ওয়েজ। প্রকাশকাল : ২০২১। মূল্য : ৩৪০ টাকা।
  • শামসুজ্জামান খান-রচনাবলি, তৃতীয় খÐ। ফোকলোরবিদ শামসুজ্জামান খানের রচনার সম্পাদনাগ্রন্থ। এ গ্রন্থে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেরে বাংলা এ কে ফজলুল হক, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, ভাষা-আন্দোলন এবং ইতিহাস-ঐতিহ্য বিষয়ক রচনাসমূহ স্থান পেয়েছে। লেখাগুলো শামসুজ্জামান খানের গভীর অনুসন্ধিৎসার ফসল। ইতিহাসের অনুসন্ধানী পাঠক তো বটেই নতুন প্রজন্মেও পাঠকেরাও বইটি পড়ে উপকৃত হবে। প্রকাশকাল : ২০২১। প্রকাশক : শোভা প্রকাশ। মূল্য : ৪০০ টাকা।
  • রাষ্ট্রভাষা-আন্দোলনে রফিকুল ইসলাম। ভাষা-আন্দোলনে রফিকুল ইসলামের অবদানের স্বরূপ তুলে ধরে রচিত গবেষণাগ্রন্থ। রফিকুল ইসলামের ভাষা-আন্দোলনে অংশগ্রহণ এবং এ আন্দোলনের আলোকচিত্র ধারণের প্রসঙ্গ গ্রন্থটির পাতায় পাতায় বিধৃত হয়েছে। এছাড়া তাঁর তোলা ভাষা-আন্দোলনের ছবিগুলোও এতে স্থান পেয়েছে। বইটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী। প্রকাশকাল : ২০২২। মূল্য : ৩০০ টাকা।
  • রাষ্ট্রভাষা-আন্দোলন : জেলাভিত্তিক ইতিহাস। বাংলাদেশের প্রায় সকল জেলার ভাষা-আন্দোলন নিয়ে রচিত গবেষণাগ্রন্থ। এর আগে ভাষা-আন্দোলন নিয়ে যত গ্রন্থ রচিত হয়েছে, সেগুলোতে প্রধানত ঢাকার আন্দোলনের ইতিহাসই গুরুত্ব পেয়েছে। আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন, আহমদ রফিক প্রমুখের দু-একটি গ্রন্থে সংক্ষিপ্ত বিভিন্ন জেলার ভাষা-আন্দোলনের ইতিহাস তুলে ধরার চেষ্টা করা হলেও এ গ্রন্থের মতো পূর্ণাঙ্গ চরিত্রের ও বৃহৎ-কলেবর গ্রন্থ এর আগে রচিত হয়নি। ভাষা-আন্দোলনের ইতিহাস তুলে ধরার পাশাপাশি এ গ্রন্থে বিভিন্ন জেলার ইতিহাস, সংস্কৃতি ও আন্দোলন সংগ্রামের ঐতিহ্য সম্পর্কে আলোকপাত করা হয়েছ। গ্রন্থটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী। প্রকাশকাল : ২০২২। রয়েল সাইজের ১২০০ পৃষ্ঠার এ গ্রন্থটির মূল্য : ৩০০০ টাকা।

Published Book Chapter (10)

  • এম আবদুল আলীম, ''শতবর্ষে বিদ্রোহী : পুনঃপাঠ-পুনর্মূল্যায়ন'', বিদ্রোহী : শতবর্ষে শতদৃষ্টি, মুহম্মদ নূরুল হুদা (সম্পাদিত), বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও 'বিদ্রোহী' কবিতার শতবর্ষ উপলক্ষ্যে বিশেষ প্রকাশনা, বাংলা একাডেমি, ঢাকা, ২৫ মে ২০২২, পৃ. ১০০-১২৫
  • এম আবদুল আলীম, 'যশোর জেলায় ভাষা-আন্দোলন', ইতিহাস সম্মিলনী প্রবন্ধ সংগ্রহ ১০, মুনতাসীর মামুন (সম্পাদিত), ঢাকা : বাংলাদেশ ইতিহাস সম্মিলনী, জুন ২০২০, পৃ. ৯৯-১১৬
  • এম আবদুল আলীম, 'অনীক মাহমুদের কবিতায় বিচ্ছিন্নতার রূপায়ণ', হিরণ্যসম্বিৎ : অনীক মাহমুদ ষাট বছর পূর্তি সংবর্ধনাগ্রন্থ, মানিকুল ইসলাম ও গৌতম দত্ত (সম্পাদিত), ঢাকা : সুচয়নী পাবলিশার্স, নভেম্বর ২০১৮, পৃ. ২৯৭-৩০৬
  • এম আবদুল আলীম, 'মানিক বন্দ্যোপাধ্যায়ের শিল্পীসত্তা : স্বরূপ ও সিদ্ধি-অন্বেষা', মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মশতবর্ষ স্মারক, প্রফেসর মোহাম্মদ শাহজাহান মিয়া (সম্পাদিত), বাংলা বিভাগ, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা, ২০০৮
  • এম আবদুল আলীম, 'বিষ্ণু দে : মানুষের অরণ্যের মাঝে বিচ্ছিন্ন কবিপথিক', বিষ্ণু দে : কবিতায় ও শিল্পে, আবুল হাসনাত ও বিশ্বজিৎ ঘোষ (সম্পাদিত), ঢাকা : ইত্যাদি গ্রন্থ প্রকাশ, জুলাই, ২০১০, পৃ. ২২৬-২৪৭
  • এম আবদুল আলীম, 'রবীন্দ্রনাথ : বাংলাদেশের কবিদের শ্রদ্ধার্ঘ্য', সমকালের চোখে চিরকালের রবীন্দ্রনাথ, ঢাকা : সময় প্রকাশন, ফেব্রুয়ারি, ২০১২, পৃ. ৭৭-৮৬
  • এম আবদুল আলীম, "মেঘবাহন'-এর কাণ্ডারী ড. মযহারুল ইসলাম", মৃত্যুঞ্জয় মযহারুল ইসলাম, প্রফেসর আবদুল খালেক (সম্পাদিত), ঢাকা : বিশ্বসাহিত্য ভবন, ফেব্রুয়ারি, ২০১৭, পৃ. ৪২৯-৪৩৪
  • এম আবদুল আলীম, 'স্মৃতির আলপনায় রশীদ হায়দার', রশীদ হায়দার, হেমন্তী হায়দার ও শায়ন্তী হায়দার (সম্পাদিত), ঢাকা : জয়তী প্রকাশনী, ফেব্রুয়ারি, ২০২২, পৃ. ১৬২-১৬৪
  • এম আবদুল আলীম, 'আনিসুজ্জামান-বক্তৃতাশৈলী', আনিসুজ্জামান স্মরণ, আবুল হাসনাত (সম্পাদিত), ঢাকা : বেঙ্গল পাবলিকেশন্স, ফেব্রুয়ারি, ২০২১, পৃ. ৩৫২-৩৫৯
  • এম আবদুল আলীম, 'নূহ-উল-আলম লেনিনের কবিতা : দুঃখের তিমিরে জেগে থাকা হৃষ্ট পদাবলি', বহুমাত্রিক একলব্য নূহ-উল-আলম লেনিন, অসীম সাহা (সম্পাদিত), ঢাকা : অনন্যা, ফেব্রুয়ারি, ২০১৮, পৃ. ১৮৬-১৯৪

Conducted Courses (7)

  • এমএ, দ্বিতীয় বর্ষ, দ্বিতীয় সেমিস্টার, বাংলা-৫১০৪, কোর্স শিরোনাম : বিশ্বসাহিত্য
  • এমএ প্রথম বর্ষ, প্রথম সেমিস্আটার, বাংলা-৫১০১, কোর্স শিরোনাম : আধুনিক বাংলা কবিতা
  • চতুর্থ বর্ষ, প্রথম সেমিস্টার, বাংলা-৪১০৪, কোর্স শিরোনাম : ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব
  • তৃতীয় বর্ষ, প্রথম সেমিস্টার, বাংলা-৫১০১, কোর্স শিরোনাম : দর্শন
  • প্রথম বর্ষ, দ্বিতীয় সেমিস্টার, বাংলা-১২০২, কোর্স শিরোনাম : রূপতত্ত্ব ছন্দ ও অলঙ্কার
  • প্রথম বর্ষ, দ্বিতীয় সেমিস্টার, বাংলা-১২০২, কোর্স শিরোনাম : রূপতত্ত্ব ছন্দ ও অলঙ্কার
  • প্রথম বর্ষ, প্রথম সেমিস্টার, বাংলা-১১০১, কোর্স শিরোনাম : বাংলা ভাষার প্রয়োগবিধি

Graduate Supervision (7)

  • এমফিল, ব্যাচ - জুলাই ২০১৯; গবেষক : মো. সোহেল রানা; গবেষণা-অভিসন্দর্ভের শিরোনাম : 'বাংলাদেশের ছোটগল্পে স্বাধিকার সংগ্রাম ও মুক্তিযুদ্ধের আলেখ্য'।
  • এমফিল, ব্যাচ - জুলাই ২০১৮; গবেষক : সুইট; গবেষণা-অভিসন্দর্ভের শিরোনাম : 'জসীম উদদীনের নাটকে লোকজীবনের রূপায়ণ'।
  • এমফিল, ব্যাচ - জুলাই ২০১৮; গবেষক : মো. শফিকুল ইসলাম; গবেষণা-অভিসন্দর্ভের শিরোনাম : সিকদার আমিনুল হকের কবিতার বিষয় ও শিল্পরূপ'।
  • এমফিল, ব্যাচ - জুলাই ২০১৮; গবেষক : মো. রোকন আলী; গবেষণা-অভিসন্দর্ভের শিরোনাম : 'ওমর আলীর কবিতার বিষয় ও শিল্পরূপ'।
  • এমএ দ্বিতীয় সেমিস্টার, শিক্ষাবর্ষ ২০১৭-২০১৮, গবেষক : নাসরিন আক্তার লোবা, গবেষণার শিরোনাম : 'চৌধুরী ওসমানের কবিতা : বিষয় ও শিল্পরূপ'।
  • এমএ দ্বিতীয় সেমিস্টার, শিক্ষাবর্ষ ২০১৬-২০১৭, গবেষক : রিতা শিকদার, গবেষণাপত্রের শিরোনাম : 'বাংলার জাগরণে ড. মুহম্মদ শহীদুল্লাহ্'।
  • এমএ দ্বিতীয় সেমিস্টার, শিক্ষাবর্ষ ২০১৫-২০১৬, গবেষক : রত্না নিবেদিতা, গবেষণাপত্রের শিরোনাম : শামসুজ্জামান খানের মননশীলতা

Other's Faculty Members